Ticker

6/recent/ticker-posts

About Us

Welcome to "Knowledge Review BD". The "Knowledge Review BD" site is a knowledgeable website. This is our small effort to spread the light of healthy knowledge practice and education. The content on our site is as follows:

#Book_review

# Ghazal_Lyrics

#Educational_short_story

# Islamic_questions_and_answers

#General_knowledge

Etc.


Book Review: Knowledge is a gift from God. Books are a great means of practicing knowledge. Books play an important role in a person gaining knowledge from the various events of his life. Books help increase people's knowledge. The importance of books for the practice of healthy knowledge is immense.

But which book will you read? There is no shortage of books in the market. Even if a person reads one book every day in his life, he will not be able to finish 1% of the world's books. Just as it is not possible to read one book every day, not all books apply to everyone. So you have to enrich your knowledge by reading the right book. In most cases, the name of the book does not give a clear idea of ​​the content of the book. However, if there is a summary or review of the book, then you can easily get a clear idea about the content of the book and you can easily pick the necessary books for yourself. To make this task easier and to promote the practice of healthy knowledge, we publish reviews of contemporary and much-needed knowledge books on our site.

E.g.

# Islamic_book_review

#Freelancing_book_review

#Self-improvement_book_review

#Career_book_review

#Science_book_book_review

#Story_review

#Novel_review

Etc.


Ghazal Lyrics: There is no substitute for healthy entertainment to keep yourself and society away from the conventional style of sick entertainment. So everyone should come forward in the practice of healthy entertainment. Publish these ghazal lyrics to keep yourself a partner in the practice of healthy entertainment.


Bengali short stories: Another means of practicing knowledge is essays / stories. It is arranged with time-consuming and instructive stories out of countless stories.


Islamic Questions and Answers: As a Muslim, we must know the basics of Islam. We face many kinds of problems in our lives for which we do not know the exact Islamic solution. Due to which many questions are stored in our minds, and it is very important for us to know the answers to these questions. The answers to the questions are often unknown to us due to various reasons and lack of opportunity to know from reliable sources, so it is arranged with contemporary and essential questions and their answers with reference to reliable sources. I hope people will benefit from knowing the answers to unknown questions from here.


General Knowledge: What is meant by general knowledge is to have basic knowledge on different subjects or to have information and data on different subjects. Everyone has some holistic topics outside of their academic subjects such as: having an idea about one's own country, about history and heritage, about internationally important issues, sports, contemporary issues and more. Many things or information of common sense do not come in any need in human life. However, through this common knowledge, a person's personality is revealed. A person gets an idea of ​​how much he knows about his country or surroundings or how much he has been able to keep himself updated over time. So questions are asked from common sense in various job tests. So it is important to have knowledge about this. General knowledge can be divided into many categories. However, this site usually presents unchanging information and information that is not usually changed.

Thanks for staying with me.

"Knowledge Review BD" -তে আপনাকে স্বাগতম। "Knowledge Review BD"  সাইটটি একটি জ্ঞান মূলক ওয়েবসাইট। সুস্থ জ্ঞানের চর্চা ও শিক্ষার আলোকে আরো ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই সাইটে যে বিষয়গুলো নিয়ে কন্টেন্ট প্রকাশ করা হয় তা নিম্নরূপঃ
#বই_রিভিউ
#গজল_লিরিক্স
#শিক্ষামূলক_ছোট_গল্প
#ইসলামিক_প্রশ্ন_ও_উত্তর
#সাধারণ_জ্ঞান
ইত্যাদি।

বই রিভিউঃ জ্ঞান আল্লাহর দান। জ্ঞান চর্চার একটা বড় মাধ্যম হচ্ছে বই। একজন ব্যাক্তি তার জীবনের বিভিন্ন ঘটনা প্রভাহ থেকে জ্ঞান অর্জন করে থাকে, এর মধ্যে বই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই মানুষের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থ জ্ঞান চর্চার জন্য বইয়ের গুরুত্ব অপরিসীম।
কিন্তু কোন বই আপনি পড়বেন? বাজারে তো আর বই এর অভাব নাই। একজন ব্যাক্তি তার জীবনকালে প্রতিদিন একটা করে বই পড়ে শেষ করলেও  পৃথিবীর ১% বই শেষ করতে পারবে না। প্রতিদিন একটা করে বই পড়াও যেমন সম্ভব না,  তেমনি সকল বই সবার জন্যেও প্রযোজ্য না। তাই সঠিক বইটি পড়ে নিজের জ্ঞানকে সম্মৃদ্ধ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বইয়ের নাম দেখে বইয়ের কন্টেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে যদি বইয়ের সারসংক্ষেপ বা রিভিউ থাকে, তাহলে খুব সহজেই বইয়ের কন্টেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং নিজের জন্য প্রয়োজনীয় বই খুব সহজেই বাছাই করা যাবে। এই কাজটাকে আরো সহজ করতে এবং সুস্থ জ্ঞান চর্চার প্রসার ঘটাতে আমরা আমাদের সাইটে সমসাময়িক এবং অতিপ্রয়োজনীয় জ্ঞান মূলক  বইয়ের রিভিউ প্রকাশ করে থাকি।
যেমনঃ
#ইসলামিক_বই_রিভিউ
#ফ্রিল্যান্সিং_বিষয়ক_বই_রিভিউ
#আত্মউন্নয়ন_মূলক_বই রিভিউ
#ক্যারিয়ার_বিষয়ক_বই_রিভিউ
#বিজ্ঞান_বিষয়ক_বই_রিভিউ
#গল্প_রিভিউ
#উপন্যাস_রিভিউ
ইত্যাদি।

গজল লিরিক্সঃ প্রচলিত ধারার অসুস্থ বিনোদন থেকে নিজেকে ও সমাজকে দূরে রাখার জন্য সুস্থ বিনোদন চর্চার বিকল্প নাই। তাই সুস্থ বিনোদন চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুস্থ বিনোদনের চর্চায় নিজেকে অংশীদার রাখার জন্যই এই গজল লিরিক্স প্রকাশ করা।

বাংলা ছোট গল্পঃ জ্ঞান চর্চার আরেকটা মাধ্যম হচ্ছে প্রবন্ধ/গল্প। অসংখ্য গল্পের মধ্য থেকে সময় উপযোগী এবং শিক্ষাণীয় গল্প দিয়ে এটা সাজানো হয়েছে।

ইসলামিক প্রশ্ন ও উত্তরঃ একজন মুসলিম হিসাবে আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো জানা আবশ্যিক। আমাদের জীবন চালনায় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে যার সঠিক ইসলামিক সমাধান কি হবে তা আমাদের জানা থাকে না। যার কারনে অনেক প্রশ্ন আমাদের মনে জমা থাকে, আর এই প্রশ্ন গুলোর উত্তর জানা আমাদের জন্য খুবই জরুরি। বিভিন্ন কারনে এবং বিশ্বস্ত সূত্রে জানার সুযোগ কম থাকায় অধিকাংশ সময়েই প্রশ্নের উত্তরগুলো আমাদের অজানায় থেকে যায়, তাই বিশ্বস্ত সুত্রের রেফারেন্স সহ সমসাময়িক এবং অতিপ্রয়োজনীয় প্রশ্ন ও তার উত্তর দিয়ে এটা সাজানো হয়েছে। আশা করি এখান থেকে অজানা প্রশ্নের উত্তর জেনে মানুষ উপকৃত হবে।

সাধারণ জ্ঞানঃ সাধারণ জ্ঞান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে- বিভিন্ন বিষয়ের উপর খুটিনাটি জ্ঞান রাখা বা বিভিন্ন বিষয়ের তথ্য উপাত্ত জানা ও ধারণা রাখা। যার যার একাডেমিক বিষয়ের বাইরেও কিছু সামগ্রিক বিষয় থাকে যেমনঃ নিজের দেশ সম্পর্কে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, খেলাধুলা, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় আরো অন্যান্য বিষয় সম্পর্কে ধারণা রাখা ইত্যাদি। সাধারণ জ্ঞানের অনেক বিষয় বা তথ্যই মানুষের ব্যাক্তি জীবনে কোন প্রয়োজনে আসে না। তবে এই সাধারণ জ্ঞানের মাধ্যমে একজন মানুষের ব্যাক্তিত্ব ফুটে ওঠে। একজন মানুষ সে তার দেশ বা পারিপার্শ্বিক বিষয় নিয়ে কতটুকু জানে বা সময়ের সাথে সে নিজেকে কতটুকু আপডেট রাখতে পেরেছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। তাই এই বিষয়ে জ্ঞান রাখা জরুরি হয়ে দাড়িয়েছে। সাধারণ জ্ঞানকে অনেক শ্রেনীতেই বিভক্ত করা যায়। তবে এই সাইটে সাধারণত অপরিবর্তনশীল তথ্য এবং যা সচারাচর পরিবর্তন হয় না সেই ধরনের তথ্য উপস্থাপন করা হয়ে থাকে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ