গজল:বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা (সংগৃহিত)
![]() |
গজল:বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা |
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ
আমি যতই এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কালো আমি কোন দিন-ই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি
বাবার কাছে হইনা কালো আমি কোন দিন-ই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি
ওওও…..ওওও…..ও…..ও…..ও…..
বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে
চিরদিন-ই থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
নোট: এই ব্লগ সাইটের কোন কনটেন্ট বা আংশিক কন্টেন্ট (সংগৃহীত বা নিজস্ব) যদি কারোর সামাজিক, রাজনৈতিক, জাতীয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা একান্তই অনিচ্ছাকৃত। এরূপ অসঙ্গতি কারোর নজরে আসলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। আমরা সংশোধনের জন্য সদা প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
If you have any doubt, Please let me know