গজল:আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত (সংগৃহিত)
![]() |
গজল:আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত |
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা যে আমার সবার সেরা…
মা...যে আমার সবার সেরা
অনন্তকাল অবিরত…
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
হীরা নাকি শুনি সবচেয়ে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল
হীরা নাকি শুনি সবচেয়ে দামি
সারাক্ষণ করে ঝলমল
তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল
মাকে ছেড়ে চাইনা আমি
মাকে ছেড়ে চাইনা আমি...হীরা মানিক কতশত..
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা-যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা
হয়না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা
মা-যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা
হয়না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা
মার পরশে যায় যে মুছে ....
মার ...পরশে যায় যে মুছে সকল বেদনা যত...
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
মা-যে আমার সবার সেরা…
মা-যে আমার সবার সেরা
অনন্তকাল অবিরত…
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
নোট: এই ব্লগ সাইটের কোন কনটেন্ট বা আংশিক কন্টেন্ট (সংগৃহীত বা নিজস্ব) যদি কারোর সামাজিক, রাজনৈতিক, জাতীয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা একান্তই অনিচ্ছাকৃত। এরূপ অসঙ্গতি কারোর নজরে আসলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। আমরা সংশোধনের জন্য সদা প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
If you have any doubt, Please let me know