গজল:মেহেরবান (সংগৃহিত)
![]() |
গজল:মেহেরবান |
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
আমি পাপি গুনাহগার
তুমি ছাড়া কে আছে আর
ক্ষমা করো ওগো প্রভু
তাওবা করি, বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
জেনে না জেনে, হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি, পথ হারিয়ে..ভুলে
বুঝে না বুঝে, হাজার পাপের সাগরে
ডুপ দিয়েছি, পথ হারিয়ে ভুলে
নিজের প্রতি নিজে, সকাল বিকাল সাজে
নিজের প্রতি নিজে, সকাল বিকাল সাজে
জুলুম করেছি, বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
পাহাড় সমান, পাপের বোঝা মাথায় নিয়ে
চলতে পারিনা, ক্ষমা করো, রহম দিয়ে
পাহাড় সমান, পাপের বোঝা মাথায়. নিয়ে
চলতে পারিনা, ক্ষমা করো রহম দিয়ে
বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী
বান্দা তোমার. আমি, তুমি অন্তর্যামী
তোমার কাছে ফিরি বারে বার
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
ইয়া রাহীমু রহমান
ইয়া কারীমু মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান
নোট: এই ব্লগ সাইটের কোন কনটেন্ট বা আংশিক কন্টেন্ট (সংগৃহীত বা নিজস্ব) যদি কারোর সামাজিক, রাজনৈতিক, জাতীয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা একান্তই অনিচ্ছাকৃত। এরূপ অসঙ্গতি কারোর নজরে আসলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। আমরা সংশোধনের জন্য সদা প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
If you have any doubt, Please let me know