গজল:দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর।(সংগৃহিত)
![]() |
গজল:দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। |
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
ঝর্ণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি এঁকে
ঝর্ণা ছুটে চলে এঁকেবেঁকে
পৃথিবীর পটে কত ছবি একে
নদীরও কলতানে
সাগরের গর্জনে।
নদীরও কলতানে
সাগরের গর্জনে।
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
বাগানে ফুঠে ফুল রাশি রাশি
রাতের-ই তাঁরা ভরা চাদের হাসি।
বাগানে ফুঠে ফুল রাশি রাশি
রাতের-ই তাঁরা ভরা চাদের হাসি।
গুন গুন গানে ডেকে
মৌমাচি মধু চাকে।
গুন গুন গানে ডেকে
মৌমাচি মধু চাকে।
ফুলে ফুলে করে হল্লা।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে নৌকা চলে
দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাড় টেনে যায় মাঝি মাল্লা।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
নোট: এই ব্লগ সাইটের কোন কনটেন্ট বা আংশিক কন্টেন্ট (সংগৃহীত বা নিজস্ব) যদি কারোর সামাজিক, রাজনৈতিক, জাতীয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা একান্তই অনিচ্ছাকৃত। এরূপ অসঙ্গতি কারোর নজরে আসলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। আমরা সংশোধনের জন্য সদা প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
If you have any doubt, Please let me know