গজলঃ আল্লাহ তুমি অপরূপ (সংগৃহিত)
![]() |
গজলঃ আল্লাহ তুমি অপরূপ |
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ…।
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সূরূজ জেগে ওঠে
তোমার ডাকে সারা দিতে
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সূরূজ জেগে ওঠে
তোমার ডাকে সারা দিতে ,
তুমি আছো বুকের গভীর
গহীন ভেতর..
আল্লাহ্ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ...।
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষ লতা সাগর নদী
সবই তোমার দান ,
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষ লতা সাগর নদী
সবই তোমার দান
তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর…
আল্লাহ্ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ
না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রাণ
সঁপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরূপ...।
নোট: এই ব্লগ সাইটের কোন কনটেন্ট বা আংশিক কন্টেন্ট (সংগৃহীত বা নিজস্ব) যদি কারোর সামাজিক, রাজনৈতিক, জাতীয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা একান্তই অনিচ্ছাকৃত। এরূপ অসঙ্গতি কারোর নজরে আসলে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা হলো। আমরা সংশোধনের জন্য সদা প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
If you have any doubt, Please let me know